Sunday, January 3, 2016

প্রতি বছর অনেক অসহায় মানুষ শীতের এই নির্মম কষ্টে মারা যায়। রাজপথের এই সকল মানুষদের এক বেলা খাবার এর ঠিক নেই তারা কিভাবে শীত বস্ত্র পরিধান করবে বর্তমানের এই সময়ে ? তারা রাত কাটায় পথে-প্রান্তরে, তাদের শিশুদের নিজেদের বুকের ভিতর নিয়ে শীতের রাত্রি পাড়ি দেয়। বৃদ্ধরা ধুঁকে ধুঁকে পাঞ্জা লড়ে নির্মম প্রকৃতির সাথে। তারা সমাজের ফেলে দেয়া একটি অঙ্গ, তারা সমাজের অর্থবীদদের আবর্জনা স্বরুপ। সমাজের অর্থবান মানুষের পরিত্যেক্ত একটি জঞ্জাল । বিলাসিতার কবলে পরে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে নিজেদের স্বাধ মেটাতে, সেখানে সমাজের একদল মানুষ নিজেদের মৌলিক অধিকারটুকু পাচ্ছে না। আসলে কে এইসবের জন্য দায়ী ? আপনি কি পারেন না এদের কথা ভেবে একটু এগিয়ে আসতে ? কোথায় আজ সৃষ্টির সেরা জীব মানুষের বিবেক ? হ্যাঁ, আমরাও পারি নিজেদের ভিতরে ঘুমন্ত মনুষত্ব্যকে জাগিয়ে তুলতে। সকলের মিলিত সাহায্যে তাদেরকে শীত বস্ত্র যেমন কম্বল, জাম্পার আমরা চাইলেই তাদের বিতরণ করতে পারি। যে যাই পারি আমরা সাহায্য করব। আমাদের এই ভাই-বোনদের, রাজপথে শুয়ে থাকা অসহায় মানুষদের পাশে এসে সবাই দাড়ান। সেজন্য আমাদের কিছু দানের বস্তু দরকার যেমন : নগদ অর্থ, পুরনো শীতের জামা-কাপড় ইত্যাদি।


শীত, শীত আসলেই আমাদের শুরু হয় গরম কাপড়ে নিজেদের উষ্ণ রাখার ধুম উৎসব। গরম কাপড়ের ফ্যাশনে নিজেদের ঢেকে রাখি। কিন্তু একবার কি ভেবেছি আমাদের পাশের পথশিশুরা বঞ্চিত মানুষেরা কি করছে এই শীতে? তারা কি আমাদের মতই গরম কাপড়ের ভিতরে নিজেদের মুড়িয়ে রেখেছে? না তারা তা পারে না চাইলেও।তাদেরকে উষ্ণ হওয়ার জন্য তাকিয়ে থাকতে হয় কিছু খড়কুটোর তৈরি আগুন আর সূর্য এর দিকে। আমরা না তাকালে কার। তাকাবে এদের দিকে? সবাই যদি অন্যদের দোষারোপ করি তাহলে কি দেশ চলবে? চলবে না। আমরা জানি আমাদের দিয়েই সম্ভব।আর শুধু আমরা বলছি কেন বলব পুরো বাংলাদেশ।আমরা এইবার চাই এইসব গরীবদের শীতে একটু উষ্ণতা দিতে। তাই তো এবারের আমাদের এই ছোট্ট আয়োজন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। কারন আমরা কয়েকজন মিলে এটা করতে পারব না।
আপনাদের সাহায্য লাগবে। চলে আসুন
নূন্যতম
সংযোজন করে হলেও পাশে থাকুন,আপনার
দেওয়া প্রত্যেক টি টাকা ও পোষাক মূল্যবান আমাদের
কাছে।


প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে
 ডোনেশন পাঠাতে পারেন-
Dutch bangla bank limited
Mohammad Rashaduzzaman
104.101.95631
SWIFT Code-DBBLBDDH104


FOR BANGLADESH- 01912729202(BKASH) 
for more- click



share

Share/Bookmark